শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পুঁজিবাজারের ইতিবাচক পরিবর্তন, বিনিয়োগকারীরা স্বস্তিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মে ২০২১, ১৮:১৮

পুঁজিবাজারের ইতিবাচক পরিবর্তন, বিনিয়োগকারীরা স্বস্তিতে

প্রায় ১২ বছর পর এবারের ঈদের আগে ও পরে এক দিনের ব্যবধানে পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নানা পদক্ষেপে ঈদের আগের ইতিবাচক ধারা ছুটির পর অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। ফলে দীর্ঘ দিন পরে বিনিয়োগকারীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

এক যুগের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, এবারের ঈদের আগের কার্যদিবস বুধবার (১২ মে) বাজারে ১৪৫৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, এই সময় সূচক ছিল ৫৭৫০ পয়েন্টে। ঈদের পর প্রথম কার্যদিবস রোববার (১৬ মে) বাজারে লেনদেন ২.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪১৮ কোটি টাকা এবং সূচক ১.০৯ শতাংশ বেড়ে ৫৮১৩ পয়েন্ট অতিক্রম করে। যা ছিল পেছনের সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

তুলনা জানাচ্ছে, ২০২০ সালে ঈদের আগে ও পরের কার্যদিবসে লেনদেন কমেছিল ৫৮ শতাংশের বেশি। সেই বছর এক দিনের ব্যবধানে লেনদেন ও কমেছিল ২৮ শতাংশের বেশি। টানা তিন বছরের মধ্যে লেনদেন এবারই সবচেয়ে কম হারে নেমেছে তবে সূচক বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আগে ঈদের শুরুর সময়ে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যেতো। ফলে পুঁজিবাজার অস্থির হয়ে উঠতো। আতঙ্কে কম দামে শেয়ার বিক্রি করে ক্ষতিগ্রস্থ হতেন বিনিয়োগকারীরা। এবার দীর্ঘ দিন পর পুঁজিবাজারে ব্যতিক্রম চিত্র দেখা গেছে। ঈদের আগে লেনদেন ও সূচকের যে গতি ছিল, তা পরেও অব্যাহত ছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানা ইতিবাচক উদ্যোগ ও পদক্ষেপের কারণে বাজারে গতি ফিরেছে। তবে এ বাজারে কোনো গুজবে কান না দিয়ে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগের জন্য পরামর্শ দেন তারা।

সার্বিক এই পরিস্থিতিতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ক্রমশ বাড়ছে। বাজারে লেনদেন ও সূচক নতুন রেকর্ড গড়ছে। তবে এমন বাজারে সতর্কতার সঙ্গে মৌল ভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top