বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চলে গেলেন স্বপন গুপ্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০০:৫৫

স্বপন গুপ্ত

পশ্চিম বাংলার রবীন্দ্রসংগীতশিল্পী স্বপন গুপ্ত না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায়, কলকাতার নিউ টাউন এলাকার টাটা মেডিকেল সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। এছাড়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন তিনি

শিল্পী স্বপন গুপ্তর জন্ম বাংলাদেশের বরিশালে। দেশভাগের পর বাবার সঙ্গে কলকাতায় চলে যান। দৃষ্টিপ্রতিবন্ধী স্বপন কোনো দিনই ভাবেননি গায়ক হবেন। গানের কোনো প্রথাগত শিক্ষাও তাঁর ছিল না। পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতেন, শখ করে গানও গাইতেন।

১৯৬৫ সালে স্থানীয় এক সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটনাচক্রে শিল্পী দেবব্রত বিশ্বাসের সঙ্গে পরিচয়। দেবব্রত বিশ্বাসের সেদিন অনুষ্ঠানে আসতে দেরি হচ্ছিল। তাই পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজিয়ে শ্রোতা-দর্শকদের ধরে রাখছিলেন স্বপন। শেষ পর্যন্ত সংগঠকদের অনুরোধে গানও ধরলেন। ঠিক ওই মুহূর্তে অনুষ্ঠানস্থলে আগত দেবব্রত বিশ্বাস স্বপন গুপ্তর গান শুনে বিস্মিত হন।

সেদিনই দেবব্রত বিশ্বাসের প্রস্তাবে সাড়া দিয়ে শিল্পীর রাসবিহারী অ্যাভিনিউর বাড়িতে গানের তালিম নেওয়া শুরু করলেন স্বপন। সেই থেকেই স্বপন গুপ্তর নাম ছড়িয়ে পড়ে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top