শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

কুলিতে ধামাকা! রজনীর সঙ্গে এবার আমির, নাগার্জুনাও

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৭:০৮

ছবি: সংগৃহীত

থালাইভা ফিরছেন! আর এবার সঙ্গে আছেন আমির খান, নাগার্জুনা আর আরও অনেক তারকা! রজনীকান্ত ভক্তদের জন্য বড় সুখবর! আসছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘কুলি’। প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স জানিয়ে দিয়েছে—২ আগস্ট আসছে সিনেমার ট্রেলার! আর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।

সান পিকচার্স তাদের এক্স-হ্যান্ডেলে লিখেছে: অপেক্ষা শেষ হচ্ছে। কুলি ট্রেলার আসছে ২ আগস্ট। শুধু তাই নয়, চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে ২ তারিখে থাকছে এক বিশেষ অনুষ্ঠান। সেখানে রজনীকান্ত নিজেই থাকবেন এবং সরাসরি কথা বলবেন ভক্তদের সঙ্গে।

লোকেশ কানাগরাজ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা নির্মিত হয়েছে এক প্রবীণ সোনার চোরাকারবারিকে ঘিরে। পুরনো গ্যাংকে নিয়ে তিনি আবার নেমেছেন মাঠে—লড়াই এক বিশাল সোনা পাচার চক্রের বিরুদ্ধে!

তারকাবহুল এই ছবিতে রজনীকান্তের সঙ্গে থাকছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সত্যরাজ, সাবিন শাহী এবং আরও অনেকেই। আর এক বিশেষ আইটেম গানে থাকছেন গ্ল্যামার কুইন পূজা হেগড়ে। তবে ছবির সবচেয়ে বড় চমক—আমির খানের অন্তর্ভুক্তি! বলিউড ও টলিউড—দুই দিকের ভক্তরাই এখন ভীষণ উত্তেজিত!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top