বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

‘কল্কি’ সিকুয়েলে দীপিকার জায়গায় সাই পল্লবী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৮:০৬

সংগৃহীত

ফের বলিউডে আলোচনার ঝড় তুলেছে এক সিদ্ধান্ত—আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজের সময়সীমা নির্ধারণ ও পারিশ্রমিক বাড়ানোর দাবি ঘিরে একের পর এক বড় বাজেটের সিনেমা হাতছাড়া হচ্ছে অভিনেত্রীর—এমন গুঞ্জনেই সরগরম বি-টাউন। ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়ার পর এবার প্রশ্ন উঠেছে, তবে কি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েলেও আর দেখা যাবে না দীপিকাকে?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একাধিক প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। এই শর্তের জেরেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘স্পিরিট’ থেকে তাকে বাদ দেওয়া হয়। পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোর দাবি নিয়েও নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত ওই ছবিতে দীপিকার জায়গায় অভিনয়ের সুযোগ পান তৃপ্তি দিমরী।

এবার একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে নাগ অশ্বিন পরিচালিত সুপারহিট সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল ঘিরে। প্রথম পর্বে দীপিকা ছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, যাকে ছাড়া সিকুয়েলের গল্প কল্পনা করাও কঠিন—এমনটাই মত দিয়েছিলেন দর্শকদের একাংশ। তবে নতুন গুঞ্জন বলছে, সিকুয়েলে তার পরিবর্তে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যেতে পারে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাব’ এবং শুটিং সময়সূচি নিয়ে জটিলতার কারণেই দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ছবিটির জন্য প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু কাজ শুরুর পরই মতবিরোধ চরমে পৌঁছায়।

সূত্র আরও জানায়, দীপিকা দিনে সর্বোচ্চ ৭–৮ ঘণ্টা কাজ করার শর্ত দেওয়ার পাশাপাশি পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানান। এরপরই নির্মাতারা তাকে প্রকল্প থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে দর্শকদের একাংশের ধারণা, সিকুয়েলে দীপিকার চরিত্রকে মৃত দেখানো হতে পারে। আবার কেউ কেউ বলছেন, সাই পল্লবী সম্পূর্ণ নতুন চরিত্রে গল্পে যুক্ত হবেন। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুরুতে এই চরিত্রের জন্য আলিয়া ভট্টের নামও আলোচনায় এলেও বর্তমানে সব আলো গিয়ে পড়েছে সাই পল্লবীর দিকেই। শেষ পর্যন্ত ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে বড় পর্দায় কাকে দেখা যাবে—সে উত্তর জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top