রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

মুক্তির পরেই ঝড় তুলেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’, দুই দিনেই আয় ১০০ কোটির বেশি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৬:০৭

ছবি: সংগৃহীত

কন্নড় সুপারস্টার ও নির্মাতা ঋষভ শেট্টি আবারও বাজিমাত করলেন! তার পরিচালনায় নতুন ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র দুই দিনেই ছবিটির আয় ছাড়িয়েছে ১০০ কোটি টাকার মাইলফলক।

২০২৫ সালের ২ অক্টোবর মুক্তি পায় বহুল প্রতীক্ষিত এই সিনেমা। প্রথম দিনেই ‘কান্তারা চ্যাপ্টার ১’ আয় করে প্রায় ৬০ কোটি টাকা, আর দ্বিতীয় দিনে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১০০ কোটিরও বেশি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুধু দ্বিতীয় দিনেই ছবিটির আয় হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। ফলে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১০৬.৮৫ কোটি টাকায়।

তুলনামূলকভাবে, ২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘কান্তারা’ প্রথম দুই দিনে মাত্র ৪.৬ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে পরবর্তীতে সেটিই বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি টাকার আয় করে রেকর্ড গড়েছিল।

এবারের সিক্যুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির প্রথম দুই দিনেই সেই রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে ছবিটির আয় ২০০ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে।

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর মাধ্যমে ঋষভ শেট্টি আবারও প্রমাণ করেছেন, দর্শকরা এখন তার নামেই সিনেমা দেখতে হলে ভিড় জমাচ্ছেন।
তার নির্মাণে প্রতিটি সিনেমাই যেন ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত তৈরি করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top