রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

যে কারণে এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

সংগৃহীত

রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দল ত্যাগ করেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা. জাবীন লিখেছেন, তাঁর অসন্তোষ মূলত জোটসংক্রান্ত রাজনৈতিক প্রক্রিয়ার ওপর। তিনি বলেছেন, “আপনারা অনেকেই ভাবছেন, হয়তো জামায়াতের সঙ্গে জোট বা নারী বিষয়ক কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর হলো প্রক্রিয়াটি। এটা পরিকল্পিতভাবে আনা হয়েছে।”

ডা. জাবীন আরও উল্লেখ করেন, দলটি ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০টি আসনে সমঝোতা করেছে, যা তাঁকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, “স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা আমার নেই, পুরো প্রক্রিয়াটাই আগোছালো। এতে বিশ্বাসের ভঙ্গ হয়েছে।”

জোট নিয়ে তিনি আরও লিখেছেন, এনসিপির নীতি এবং আদর্শের প্রতি আনুগত্য না রেখে জোটের জন্য দলে কিছু নেতার দ্বিচারিতা ও স্বার্থপর আচরণ লক্ষ্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, দলের মধ্যে রাজনীতি করার জন্য দলের নীতির চেয়ে ক্ষমতা প্রাধান্য পেয়েছে।

ডা. জাবীন ঘোষণা করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না। তিনি বলেন, “আমি অত্যন্ত ভাঙ্গা মন নিয়ে জানাচ্ছি, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না।” তবে নির্বাচনের জন্য পাঠানো সকল অনুদান তিনি প্রত্যেকটি করে ফেরত দেবেন বলে জানিয়েছেন।

তিনি নিজের শেষ মন্তব্যে উল্লেখ করেছেন, “আমি আগে কখনো রাজনীতি করি নি। নতুন কিছু করার জন্য রাজপথে নামি। এই আওয়াজ ও গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ আমি অব্যাহত রাখব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top