কন্নড় ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’, নিয়ে মুখ খুললেন রাশমিকা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৭:০৬

সংগৃহীত

কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রাশমিকা মান্দানা। এরপর তামিল, তেলুগু ও হিন্দি— একাধিক ভাষার সিনেমায় কাজ করে এখন তিনি পুরোদস্তুর এক প্যান-ইন্ডিয়ান তারকা। তবে ইন্ডাস্ট্রির হাত ধরে ক্যারিয়ার শুরু হলেও, রাশমিকার কন্নড় সিনেমা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এমনকি একসময় তাকে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিলেন কিছু ভক্ত ও সমালোচক।

‎সম্প্রতি কন্নড় সুপারহিট সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পরও এ বিষয়ে কোনো মন্তব্য না করায় নতুন করে বিতর্ক দানা বাঁধে। তবে এবার অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।

‎এক সাক্ষাৎকারে তিনি বলেন,

‎“দেখুন, বিষয়টা হচ্ছে— ছবিটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার দেখা হয়ে ওঠেনি। কিন্তু, সম্প্রতি আমি ছবিটা দেখেছি এবং নির্মাতাদের বার্তা পাঠিয়েছি। ওরাও ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছেন।”

‎তাহলে কি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে তাকে সত্যিই নিষিদ্ধ করা হয়েছিল? জবাবে রাশমিকা বলেন,

‎“ইন্ডাস্ট্রির ভেতরে কী ঘটছে সেটা তো সাধারণ মানুষ জানেন না। ঈশ্বর জানেন, আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা লাগিয়ে রাখতে পারি না। তা ছাড়া, আমাদের ব্যক্তিগত মেসেজগুলো আমরা অনলাইনে শেয়ার করার মতো মানুষ নই। ফলে, কে কী বলল বা ভাবল, সবকিছু নিয়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তবে,কেউ আমাদের কাজ নিয়ে সমালোচনা করলে সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখি।”

‎সবশেষে রাশমিকা স্পষ্ট করে বলেন,

‎“এখনো পর্যন্ত ওই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি।”

‎রাশমিকার এই বক্তব্যে হয়তো বিতর্কের কিছুটা অবসান হবে, তবে ভক্তদের একাংশ এখনো চান, অভিনেত্রী যেন আবার কন্নড় সিনেমায় ফিরেও আসেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top