শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

মালয়েশিয়া ভ্রমণ শেষে দেশে ফিরলেন পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:০৩

সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি টানা দশ দিনের মালয়েশিয়া ভ্রমণ শেষে আজ দেশে ফিরেছেন। জন্মদিন উপলক্ষে বিশেষ এই বিদেশ ভ্রমণে তার সঙ্গে ছিলেন ছেলে রাজ্যসহ ঘনিষ্ঠ কিছু মানুষ।

শনিবার দেশে ফিরে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন,

“আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম— আমার ছেলে, ছেলের ন্যানি মোবারক, আমার ম্যানেজার ভাই তুরান, আমার একমাত্র বন্ধু শাওন, আমার প্রিয় মানুষ চঞ্চল, আমার বরিশাইল্লা মনুজান নাইম আর আমি।”

অভিনেত্রী আরও জানান,

“যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সবাই কতো ছবি, ভিডিও করলাম সারা পথ! দশ দিন একসাথে কতো রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুনভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো— আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতি হলো আমাদের সবার জীবনে।”

পরীমনি ভ্রমণের সময় সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট না দেওয়ার কারণও উল্লেখ করেছেন। তার ভাষায়,

“আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনিনি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে, তার সব অবদান শাওনের।”

পোস্টের শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন,

“Thank you guys. I’m so happy to have you all in my life! I love you ❤️।”

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসতে শুরু করেছে। পরীমনি জানিয়েছেন, আগামী দিনগুলোতে তিনি মালয়েশিয়া ভ্রমণের ছবি ও ভিডিও ধীরে ধীরে শেয়ার করবেন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top