বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

বিয়েতে থাকতে পারেননি,মৌবনী-সৌম্যকে বিশেষ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০২

সংগৃহীত

চলতি মাসে জাদু সম্রাট পিসি সরকারের মেজ মেয়ে অভিনেত্রী মৌবনী সরকার ধুমধাম করে বিয়ে সম্পন্ন করেছেন। তিনি চন্দননগরের ছেলে সৌম্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এবং বর্তমানে সুখী দম্পতি হিসেবে সংসার শুরু করেছেন।

বিয়ের পর নবদম্পতি একটি ছোট হানিমুনে ঘুরতে গিয়েছেন দার্জিলিংয়ে। মৌবনী ভবিষ্যতে প্যারিসে হানিমুন করার ইচ্ছাও প্রকাশ করেছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গের মিনি হানিমুন সম্পন্ন হয়েছে।

মৌবনীর বিয়ের অনুষ্ঠানে অনেক নামি তারকা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারেননি, তবে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। মোদির বার্তায় উল্লেখ করা হয়েছে, “মৌবনী এবং সৌম্য একসঙ্গে পথচলা শুরু করেছে। এই পথ যেন আরও সুন্দর হয়ে উঠুক। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় জীবনকে এগিয়ে নিয়ে চলুক ওরা। সারাজীবন একসঙ্গে কাটাক, আগামী প্রজন্মকে নিয়ে ভালো থাকুক। ভালোবাসা ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য।”

এই বার্তাটি সামাজিক মাধ্যমে শেয়ার করে মৌবনী লিখেছেন, “এর থেকে আর খুশি কিছুতেই হওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমাদের তরফ থেকে আপনাকে প্রণাম।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top