মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

রণবীরের ‘ধুরন্ধর’ লুকে মুগ্ধ দীপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৩:০১

সংগৃহীত

বলিউডের প্রেমের জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্ক যেন রূপকথার মতো। পর্দার বাইরে থেকেও তাদের রসায়ন ভক্তদের মন জয় করে চলেছে। সম্প্রতি রণবীরের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে নিজেকে সামলাতে পারেননি দীপিকা।

দীপিকা ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে লিখেছেন, “ওহ সো এডিবল!”—এই মিষ্টি মন্তব্যে ভক্তরা খুঁজে পেয়েছেন তাঁদের রোমান্টিক মুহূর্তের ঝলক।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর ছবি ‘ধুরন্ধর’। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন ও সারা অর্জুন।

প্রকাশিত লুকে রণবীরকে দেখা গেছে কালো গলাবন্ধ স্যুটে, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি সহ। এই স্টাইলিশ লুকে ফের স্বামীর প্রেমে পাগল হয়ে পড়েছেন দীপিকা।

ভক্তরা বলছেন, প্রেমের মধুর সময় এখনও কাটছে দীপিকা-রণবীরের জুটির। বলিউডে এ জুটি সবসময়ই অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top