পোশাকেই প্রকাশ পেল কাপুর পরিবারের প্রতি আলিয়া ভাটের ভালোবাসা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১২:৩৬
বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা নয়—নিজের পোশাকের মাধ্যমে। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে আলিয়া এমন এক ফ্যাশন বার্তা দিলেন, যা চোখ এড়ায়নি ভক্ত ও নেটিজেনদের।
অনুষ্ঠানে আলিয়ার পরনে ছিল একটি সাধারণ কিন্তু রুচিশীল শার্ট। শার্টের বুকের কাছে সাদা সুতোয় হিন্দিতে সূচিকর্ম করা ছিল ‘কাপুর’ শব্দটি। তার এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ স্টাইল স্টেটমেন্ট মুহূর্তেই নজর কাড়ে সবার। অনেকেই মনে করছেন, পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ি ও স্বামী রণবীর কাপুরের পরিবারের প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন তিনি।
ছিমছাম মেকআপ ও আভিজাত্যপূর্ণ সাজে আলিয়াকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। কেউ কেউ তাকে কাপুর পরিবারের ‘রানি’ বলেও আখ্যা দেন। নেটিজেনদের মতে, আলিয়া আবারও প্রমাণ করলেন—ফ্যাশন শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, বরং আবেগ ও পরিচয়েরও প্রতিফলন হতে পারে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা পরিচালনা ও নিয়মিত শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও পারিবারিক দায়িত্ব পালনে কখনো পিছপা নন আলিয়া। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের অবস্থান ও সম্পর্কের কথা তিনি আগেও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও বহুবার আলোচনা হয়েছে।
বলিউডে বহু প্রভাবশালী পরিবার থাকলেও কাপুর পরিবারকে বরাবরই শীর্ষস্থানীয় হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর আলিয়া ভাট সেই পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখার দক্ষতাই তাকে বারবার খবরের শিরোনামে নিয়ে আসে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।