১৩ বছর পর আবারও বড় পর্দায় দেব ও শুভশ্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৩:২৪
টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী ১৩ বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন। ফেসবুক লাইভে এই সুখবর ঘোষণা করেন তারা। নতুন ছবি, যা আসন্ন দুর্গাপুজোর আগে মুক্তি পাবে, রোম্যান্স, অ্যাকশন ও রহস্যে ভরপুর হবে।
লাইভে দেব ও শুভশ্রী বিশেষভাবে অনুরোধ করেন, অতীতের সম্পর্ক নিয়ে কোনো বিতর্ক না ছড়াতে এবং বর্তমান সঙ্গীদের সম্মান রক্ষা করতে। শুভশ্রী বলেন, “রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের সমর্থন না থাকলে আমরা একসঙ্গে কাজের পরিকল্পনাও করতে পারতাম না।”
ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। দীর্ঘ সময়ের পর ইন্ডাস্ট্রিতে ফিরে এটিই তার দেবের সঙ্গে দ্বিতীয় ছবি। দেব জানান, এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল শুভশ্রীকে আবার নায়িকা হিসেবে ফিরিয়ে আনা।
দেব ও শুভশ্রী ঘোষণা করেছেন, ‘দেশু ৭’-এর টিকিট অগ্রিম বুকিং রিলিজ প্রায় ১০ মাস আগে শুরু হবে এবং প্রথম দিনে ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল হবে। ছবির নাম এবং সম্পূর্ণ কাস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হবে পয়লা বৈশাখে।
লাইভে যুগল নিশ্চিত করেছেন, নতুন ছবিতে থাকবে পূর্ণাঙ্গ রোম্যান্স, অ্যাকশন, রহস্য এবং সকল ধরনের বিনোদন উপাদান। দেব বলেন, “দর্শকরা আমাদের কেমিস্ট্রি উপভোগ করবেন এবং পুজোর সময় বক্স অফিসে ছবিটি ঝড় তুলবে।”
শুভশ্রী যোগ করেন, “অতীতে যা ছিল, তা নিয়ে বাঁচতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, সেই সঙ্গে আমাদের সঙ্গীরা পাশে আছেন। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, তাদের সমর্থন আমাদের কাজ করতে সাহায্য করছে।” দেব অনুরোধ করেন, “লাইভের পরে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমরা জানি, দর্শক আমাদের ভালোবাসেন, কিন্তু আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না।”
দেবের স্মৃতিচারণায় উঠে আসে পুরনো সময়ের লড়াই। তিনি বলেন, “ছোটবেলা থেকেই শুভশ্রীকে নিয়ে আমাদের লড়াই ছিল। খোকাবাবু, খোকা ৪২০ সিনেমাগুলোতে শুভশ্রীকে নেওয়া হচ্ছিল না। তখন আমরা দক্ষিণ ভারতের পরিচালক আনি সেই লড়াই করেছি।” শুভশ্রী যোগ করেন, “লড়াইই জীবন। আমরা আমাদের গল্প দর্শকের মনে রাখতে চাই।”
রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলারধর্মী সিনেমা ‘দেশু ৭’ এই জুটির সপ্তম ছবি। চলতি বছর ১৬ অক্টোবর দুর্গাপুজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।