‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ টিজার প্রকাশ, ফের বিতর্কের আভাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০১
বিতর্ক যেন এই ফ্র্যাঞ্চাইজির নিত্যসঙ্গী। দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। সেই সিনেমার সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ এর টিজার প্রকাশিত হতেই আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
আজ (৩০ জানুয়ারি) মুক্তি পাওয়া প্রায় ২ মিনিট ৬ সেকেন্ডের টিজারে দেখা যায় একাধিক আতঙ্কিত নারীর মুখ। তাদের মধ্যে রয়েছেন সুরেখা নাইয়ার ও নেহা সন্ত নামের চরিত্ররা। টিজারে শোনা যায় আবেগঘন সংলাপ, “আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা, ঘুরে দাঁড়াবে।”
টিজারজুড়ে বিভিন্ন নারী তাদের স্বপ্নভঙ্গের গল্প শেয়ার করছেন। কেউ আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কেউ নামী নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। আবার কারও বক্তব্য, ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করার আশায় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু পরিণতিতে তাদের জীবন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে—এমন ইঙ্গিতই দিয়েছে টিজার।
ভিডিওটিতে ‘লাভ জেহাদ’ প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশকে একটি নির্দিষ্ট ধর্মের আধিপত্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের কথাও তুলে ধরা হয়েছে। ফলে সিনেমাটি আবারও সাম্প্রদায়িক বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া মূল সিনেমাটি ভারতজুড়ে প্রবল বিতর্কের জন্ম দিয়েছিল। অনেকেই সেই সিনেমাকে ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়েছিলেন। বিজেপি সিনেমার সমর্থনে এগিয়ে এসেও বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করেছিল। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে পশ্চিমবঙ্গে মুক্তির কয়েক দিনের মধ্যেই সিনেমাটি নিষিদ্ধ করা হয়, যা নিয়ে দীর্ঘ আইনি ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল।
সিক্যুয়েলের টিজার প্রকাশের পর থেকে এখন চলচ্চিত্রমহলে একটাই প্রশ্ন—পুরনো বিতর্ক ফের ফিরে আসবে কি না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।