আজকের রাশিফল : ১৮ সেপ্টেম্বর ২০২৫
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২

জীবনের প্রতিটি মুহূর্তই নানা চ্যালেঞ্জ ও সুযোগের সমন্বয়ে গড়ে ওঠে। সুখ-দুঃখ, হাসি-কান্না আর প্রাপ্তি-অপ্রাপ্তির ভেতর দিয়েই জীবন এগিয়ে চলে। আজকের দিনটি কেমন যাবে—তা জানতে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কঠিন কাজ সহজ মনে হবে। প্রিয়জনের পাশে থাকার সুযোগ মিলবে। ভালো ব্যবহার দিয়ে লাভবান হবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): ব্যক্তিগত কাজে সক্রিয় থাকবেন। প্রিয়জনকে কাছে পাবেন। নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। সময় ও সুযোগের যথাযথ ব্যবহার জরুরি।
মিথুন (২১ মে-২০ জুন): ভালো কোনো কাজের আশ্বাস মিলবে। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। অসমাপ্ত কাজ শেষ হবে। ইতিবাচক মানসিকতায় সুফল পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): নতুন কাজে অগ্রগতি হবে। আর্থিকভাবে লাভবান হবেন। ব্যবসায় পুরনো জট খুলবে। বন্ধুর পরামর্শ কাজে দেবে। পরিকল্পনার বাইরে কিছু না করাই ভালো।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): কোনো পরিকল্পনা বিলম্বিত হতে পারে। কাজে ভুলের আশঙ্কা আছে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিতর্ক এড়িয়ে চলুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো সুখবর আপনাকে উৎসাহিত করবে। নতুন যোগাযোগ অর্থাগমের পথ খুলবে। কর্মক্ষেত্রে বাধা সত্ত্বেও সাফল্য মিলবে। নিরাপত্তাহীনতায় ভুগবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সময় ভালো কাটবে। সুখবর প্রশান্তি দেবে। আর্থিক উন্নতি ঘটবে। বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি হবে। কাছের মানুষকে ভালোবাসা প্রকাশ করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। ব্যবসায় অর্থের জোগান বাড়বে। দৃঢ়তা অন্যদের আকৃষ্ট করবে। চাপমুক্ত থাকার চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। দিনটি আনন্দময় হবে। বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। প্রতিশ্রুতি দেওয়ার আগে সতর্ক থাকুন। সময়মতো কাজ শেষ করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): ভালো কাজের আশ্বাস মিলবে। কারো অসুস্থতায় উদ্বেগ বাড়তে পারে। আবেগ নিয়ন্ত্রণ জরুরি। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়বে। সম্মিলিত কাজে অগ্রগতি হবে। বন্ধুদের সাহচর্যে আনন্দ পাবেন। নতুন পরিকল্পনা মাথায় আসবে। শক্তি সঞ্চয় করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সম্ভাবনাময় কাজ নিয়ে ভাবতে পারেন। বেকারদের চাকরির সুযোগ মিলবে। বুদ্ধি দিয়ে বাধা অতিক্রম করতে হবে। ধীরগতির কাজে গতি আনতে হবে।
নিউজ/মুরাদ
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।