মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী করার উপায়

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২১, ২১:২৯

মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী করার উপায়

বিভিন্ন উৎসবে মেহেদির ব্যবহার যুগ যুগ ধরেই চলমান। তেমনি ঈদে মেহেদি হাতে না পরলে যেন ঈদ ই হয়না। ছোট-বড় সবাই চাঁদ রাতে মেহেদি উৎসবে মেতে ওঠে। কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রং ঠিকমতো বসেনি। তখন অনেকেরই মন খারাপ হয়ে যায়।

মেহেদিতে থাকে লসোন নামক একটি উপাদান। এটিই মূলত ত্বকের কোষ, কোলাজেন এবং কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় বাদামি রং ধারণ করে। যদিও মেহেদির রং হওয়া অনেকটা প্রাকৃতিক, তবুও কিছু ঘরোয়া উপায়ে মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী করা যায়। যেমন -

  • মেহেদি ব্যবহার করে দীর্ঘক্ষণ তা রেখে দিন। এতে রং গাঢ় হওয়ার সম্ভাবনা থাকে।
  • মেহেদি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস প্রয়োগ করে তাপ দেওয়ার চেষ্টা করুন। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
  • ক্ষারীয় উপাদান ব্যবহার করতে পারেন। ক্ষারযুক্ত বা অম্লীয় উপাদানগুলোর সঙ্গে মেহেদি মিশিয়ে রং আরও গাঢ় করতে পারে। লেবুর রস ব্যবহার করলে মেহেদির রং গাঢ় হয়।

  • লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেদির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হবে।
  • কফি এমনিতেই বাদামি রঙের আভা দেয়। মেহেদির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলে রং গাঢ় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • মেহেদিতে বিটরুটের রসও মেশাতে পারেন। এতে প্রাকৃতিকভাবে গাঢ় রং হবে। মেহেদির সঙ্গে বিটরুটের পাউডারও মেশাতে পারেন।
  • মেহেদিতে চিনি ব্যবহারের মাধ্যমেও এর রং আরও গাঢ় করতে পারেন। এই রং দীর্ঘস্থায়ীও হয়ে থাকে।
  • মেহেদি ধুয়ে ২-৩ মিনিটের জন্য ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখুন। ঠান্ডা পানি ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং রং দীর্ঘসময়ের জন্য ধরে রাখতে সাহায্য করে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: মেহেদি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top