বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

কেন এবার নৌকার টিকিট পেতে চান অপু বিশ্বাস?

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৩১

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকায় ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রার্থিতার জানান দিচ্ছেন। এই তালিকায় যুক্ত হয়েছেন অনেক সেলিব্রেটিও।

সংরক্ষিত নারী আসনে নৌকার টিকিট পেতে চান অভিনেত্রী অপু বিশ্বাস। এ নিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকে আওয়ামী লীগ সমর্থন করা পরিবারে বেড়ে উঠেছি। আশা করছি, ভালো কিছু করতে পারব।

তিনি আরও বলেন, আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন, তা হলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অভিনতা ফেরদৌস, রিয়াজের পাশাপাশি অভিনেত্রী পপি, অপু বিশ্বাস, তারিন সোচ্চার ছিলেন। তারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে গিয়ে নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন।

এখন দেখার অপেক্ষা এবার মনোনয়ন পান কিনা এই অভিনেত্রী। নাকি গতবারের মতো খালি হাতে ফিরতে হয় অপু বিশ্বাসকে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top