ভোটের মাঠে নতুন ট্রেন্ড ক্রাউডফান্ডিং: পকেট নয়, জনতার টাকা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬
যদি এমন হয়, নির্বাচনে লড়ছেন অথচ নিজের পকেটে কোটি টাকা নেই। উল্টো সাধারণ মানুষ আপনাকে টাকা পাঠিয়ে বলছে—‘আপনি এগিয়ে যান!’ বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ঠিক এমন এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যার নাম ‘ক্রাউডফান্ডিং’।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেত্রী তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা সংগ্রহ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বিষয়টি আমাদের জন্য নতুন হলেও মহাত্মা গান্ধী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প—সবার নির্বাচনী প্রচারণায় এই ‘গণতহবিল’ বড় ভূমিকা রেখেছে। ডিজিটাল যুগে এখন ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই সাহায্য নিচ্ছেন তরুণ প্রার্থীরা।
কিন্তু প্রশ্ন উঠেছে নির্বাচনী আচরণবিধি নিয়ে। ভোট গ্রহণের ৩ সপ্তাহ আগে প্রচারণা নিষিদ্ধ হলেও, এই পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা কি নতুন কোনো কৌশল? বিশেষজ্ঞরা বলছেন, এটি কালো টাকার প্রভাব মুক্ত করার ভালো সুযোগ, তবে অবশ্যই আয়ের উৎস এবং ব্যয়ের হিসেবে স্বচ্ছতা থাকতে হবে। নির্বাচন কমিশনও বিষয়টি পর্যালোচনার ইঙ্গিত দিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।