মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মালিক পক্ষের সাথে যোগাযোগ করলো জিম্মি জাহাজের দস্যুরা!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৫:১৯

ছবি: সংগৃহীত

আজ বুধবার (২০ মার্চ) জিম্মি জাহাজের জলদস্যুরা তাদের প্রাথমিক আলাপ শুরু করেছে জাহাজের মালিক পক্ষের সাথে।  নিশ্চিত করেছেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

সোমালিয়ার জলদস্যুদের পক্ষ থেকে ছিনতাইয়ের শিকার এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‌‘আজ প্রথমবারের মতো জলদস্যুরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এখন থেকে জিম্মিদের মুক্তি ও জাহাজ উদ্ধারের বিষয়টি এগোবে।’

মিজানুল ইসলাম বলেন, ‘মুক্তিপণের বিষয়ে এখনো কোনো আলাপ হয়নি। মাত্রই যোগাযোগ হয়েছে। বিষয়টি খুব সেনসেটিভ।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top