চলতি বছরের শুরুতেই মিলছে টানা চার দিনের ছুটি
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৩:৪২
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের শুরুতেই সরকারি কর্মচারীরা চার দিনের টানা ছুটির সুযোগ পেতে পারেন।
জানানো হয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবেবরাত পালিত হবে। তবে শবেবরাত পালনের সঠিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
হিসাব অনুযায়ী, যদি ৪ ফেব্রুয়ারি শবেবরাত হয় এবং এর সঙ্গে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিন ছুটি নেয়া যায়, তাহলে ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে পুনরায় বলা হয়েছে, ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।