সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

দেশে এল ১৬৫০ টন পেঁয়াজ

রায়হান রাজীব | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ১০:০৯

ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছেছে। রবিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায় চালানটি। 

দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবির)। এর প্রথম চালান আজ দর্শনা বন্দরে এসে পৌঁছায়। ৪২টি ওয়াগনে আমদানি করা ভারতীয় পেঁয়াজ দর্শনা থেকে রাতেই সিরাজগঞ্জ বাজারে নেওয়া হবে। এরপর ওয়াগন থেকে পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানো হবে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top