সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না

রায়হান রাজীব | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ১২:৪৭

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।

এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক, শবে কদর, ঈদ এবং পহেলা বৈশাখ মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাওয়ার যে আশা করছিলেন তা ভেস্তে গেল।

৭ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি। তার আগের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এখন পর্যন্ত সরকারিভাবে ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। পরের দিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের ছুটি। এ অবস্থায় ৯ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করা হলেই টানা ১০ দিনের অবকাশ পেতেন সরকারি চাকরিজীবীরা।

 

 

ঈদে সরকারি ছুটি থাকে মাত্র তিন দিন। অথচ ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার মানুষকে ঈদের আগের দিন ঢাকা থেকে বাড়ি যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২৫ ঘণ্টা। যানজট বাড়লে সময় আরো বেশি লাগে। ফলে কোনো রকমে রাত পার করে ঈদের পরদিন আবার ঢাকার উদ্দেশে রওনা দিতে হয়।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top