৪০ দেশে চালু হচ্ছে প্রবাসী এনআইডি সেবা—যুক্ত হলো আরও ৫ দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১৬:৫৭

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় খবর! যুক্তরাষ্ট্রসহ ৫টি দেশে এবার সরাসরি ভোটার হওয়া যাচ্ছে—পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্রও! নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায়।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর এই ৫ দেশে প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে কোথায় কোথায়? এবার শুধু লস অ্যাঞ্জেলেস নয়, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি—যেখানে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট রয়েছে, সেই সব জায়গায়ই হবে ভোটার নিবন্ধন। হুমায়ুন কবীর বলছেন—সবচেয়ে বেশি আগ্রহ নিউইয়র্কবাসীর—সেখানেই সবচেয়ে বেশি বাঙালি।
এখন পর্যন্ত ৯টি দেশে প্রায় ৪৮ হাজার ৮০ জন প্রবাসীর আবেদন এসেছে। এর মধ্যে ২৯ হাজার ৬০০ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার হিসেবে অনুমোদনও দেওয়া হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, ইতালি—এই দেশগুলোতে কার্যক্রম চালু ছিল। ইসির লক্ষ্য, ৪০টি দেশে এই সেবা চালু করা।
পরবর্তী ধাপে আছে: জার্মানি, জাপান, ফ্রান্স, স্পেন, তুরস্ক, বাহরাইন, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রাজিল, সাইপ্রাসসহ আরও অনেক দেশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।