রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে লড়বে এনসিপি, প্রার্থী তালিকা চূড়ান্ত এই মাসে!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা দেশের ৩০০ আসন থেকেই নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, এই মাসেই তাঁদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এবং কে কোথা থেকে দাঁড়াচ্ছেন, তা দেখতে পাবেন।

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম ঢাকা থেকে নিজে নির্বাচন করার সম্ভাবনার কথাও জানান। এনসিপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। এক বছরে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে, কিন্তু এর জন্য তারা নির্বাচন পেছানোর কথা ভাবছেন না। ফেব্রুয়ারিকে ধরে নিয়েই তাঁরা সর্বাত্মক প্রস্তুতি নেবেন।

এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচন তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এটি তাদের সামনে প্রথম চ্যালেঞ্জ বা প্রথম টেস্ট হবে। নির্বাচন-পরবর্তী সময়েও তাঁরা মাঠে থাকবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top