ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২
ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যাদের নাম উঠে আসবে, তাদের সবাইকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, নিহত ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার সরকারি ও আধা-সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।