সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ, ত্রয়োদশ নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:০৯

সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্য জানাল নির্বাচন কমিশন বা ইসি। প্রকাশ করা হলো তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সব মিলিয়ে দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
 
নতুন এই তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
 
ইসি সচিব আরও জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই খসড়া তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এই তালিকা দিয়েই আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নতুন যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রে দাবি ও আপত্তির সুযোগ রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে।


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top