সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জুলাই সনদে নোট অব ডিসেন্ট: বিএনপির ‘স্বৈরাচারী’ চিন্তাভাবনা, বললেন তাহের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:২৭

সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট দেওয়ার মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়।

আজ (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তাহের বলেন, বিএনপির ভেতরে ভেতরে আবার স্বৈরাচার হওয়ার একটা ‘খায়েস’ আছে মনে হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, বিএনপি প্রথমে ঐক্যবদ্ধভাবে সংস্কার সনদে সাইন করল, অথচ হঠাৎ তারা উল্টাপাল্টা বলছে। তিনি বলেন, সাইন করার সময় তাদের চেহারা মলিন ছিল না, বরং ঈদের মতো নতুন ড্রেস পরে হাসিখুশি ছিলেন।

ডা. তাহের আরও বলেন, সংস্কার বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনিবার্য। সংস্কার প্রশ্নে তাঁরা কোনো আপস মানবেন না। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা জিরো।

তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, সব দলকে খুশি করা আপনার কাজ না, আপনার কাজ জাতিকে খুশি করা। জামায়াতের এই বক্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top