বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে সরকারের উদ্যোগ নেই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১১:৩৪

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মেটানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকার এড়িয়ে চলেছে। সরকারের পক্ষ থেকে বল ঠেলে দেওয়া হয়েছে দলগুলোর কোর্টে, রেফারির মতো ভূমিকা নেওয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।

সরকার বুধবার এক উপদেষ্টা পরিষদ সভার পর জানিয়েছে, দলগুলো যদি আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারে, তবে সরকার নিজ সিদ্ধান্ত নেবে। তবে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হবে না।

জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “দলগুলো মিলিতভাবে উদ্যোগ নেবে, তবে উপদেষ্টা পরিষদের চিফ অ্যাডভাইজার রেফারির মতো ভূমিকা পালন করতে পারেন।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন, “সরকার সনদ নিয়ে সাপ-লুডু খেলছে। সরকারের ভেতরে একটি অংশ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, “উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে মন্দের ভালো বলা যায়। তবে সরকার চাইলে স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত নিতে পারত।”

বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ মন্তব্য করেন, “রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে অভিন্ন সুপারিশ দিতে বলার কথা বলা হয়েছে, যা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।”

প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, “সংকট সৃষ্টির দায় রাজনৈতিক দলগুলোর। সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন বলেন, “সরকার যদি সংলাপের উদ্যোগ নিত, তবে সংকট নিরসনে সাহায্য হতো।” অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যোগ করেন, “অন্তর্বর্তী সরকার কর্তব্য এড়িয়ে যাচ্ছে। দেশের নাগরিক হিসেবে মনে করি, সরকারের উদ্যোগেই সংকট উত্তরণ সম্ভব।”

 

সুত্র: কালের কন্ঠ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top