শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

বিশ্বশান্তি রক্ষায় ৬ বাংলাদেশির আত্মত্যাগ: ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২

সংগৃহীত

বিশ্বশান্তি রক্ষায় জীবন দিলেন বাংলাদেশের ৬ বীর সন্তান। সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী এই ৬ শান্তিরক্ষীর মরদেহ আজ ফিরছে প্রিয় মাতৃভূমিতে।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের লজিস্টিকস বেইসে বর্বরোচিত ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে ঘটনাস্থলেই ৬ বাংলাদেশি প্রাণ হারান এবং আহত হন ৯ জন।

শহীদরা হলেন— করপোরাল মাসুদ রানা, সৈনিক মমিনুল ইসলাম, শান্ত মণ্ডল, শামীম রেজা, জাহাঙ্গীর আলম এবং সবুজ মিয়া। আজ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হবে।

১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বশান্তির জন্য প্রাণ দিয়েছেন। এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ‘শান্তি কূটনীতিকে’ আরও উজ্জ্বল করল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top