খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল! কান্নায় ভেঙে পড়লেন সমর্থকরা
মানিক মিয়া অ্যাভিনিউতে উপচে পড়া ভিড়! প্রিয় নেত্রীকে শেষ বিদায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এখন মানুষের ঢল। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন লাখো মানুষ।
বুধবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর চারপাশের এলাকা লোকে লোকারণ্য। হাতে কালো পতাকা আর বুকে শোকের ব্যাজ ধারণ করে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন জনতা। দুপুর ২টায় এখানে অনুষ্ঠিত হবে তাঁর জানাজা।
গতকাল মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। আজ তাঁকে ঘিরে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ। মেট্রোরেলে দেওয়া হয়েছে বিশেষ সার্ভিস।
জানাজা শেষে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে এই কিংবদন্তি নেত্রীকে।
বিষয়: খালেদা জিয়ার জানাজা

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।