শহীদ জিয়াউর রহমানের জানাজা ছিলাম, আজও এসেছি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষ। আজ (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা, যেখানে নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা থেকে আসা বিএনপির কর্মী আব্দুল করিম ভুঁইয়া জানান, “আমি শহীদ জিয়ার জানাজাতেও শরিক হয়েছিলাম। আজ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। জানাজায় অংশ নিতে না পারলে সারাজীবন খুব কষ্ট হতো। লাখ লাখ মানুষ এখানে এসেছে, আরও মানুষ আসছে।”
সরেজমিনে দেখা গেছে, কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোল চত্বর, তেজগাঁও রেলগেট সহ বিভিন্ন এলাকায় যানচলাচল বন্ধ রাখা হয়েছে। মানুষ হেঁটেই ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জানাজায় অংশ নিচ্ছেন।
এছাড়া জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করছেন। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে, কেউ যাতে কোনো অঘটন ঘটাতে না পারে সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।