সচিবালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৫:৫১
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে সচিবালয় মসজিদে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আব্দুল খালেক।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, আপোসহীন নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তার অবদানও স্মরণ করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ইতিহাস, একজন জীবন্ত কিংবদন্তি এবং প্রতিটি বাঙালি নারীর প্রেরণা ও সাহসের প্রতীক। ৭ আগস্টের ভিডিও বার্তায় প্রতিশোধ নয়, শান্তি, আইন ও ন্যায়বিচারের কথা বলেছেন। এটাই তার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রমাণ।”
আলোচনাসভার শেষে সচিবালয় মসজিদের প্রধান ঈমাম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।