১৪ বছর পর বাংলাদেশ–পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ৩০ মার্চ পর্যন্ত পরিচালিত হবে। যাত্রী চাহিদা ও পরিচালনগত বিষয় বিবেচনায় পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতোমধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ)-এর কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। এর ফলে নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা দিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট রুট ব্যবহার করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
একইসঙ্গে এই উদ্যোগ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমানের প্রতিনিধিরা জানান, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া ঢাকা–করাচি রুটটি পুনরায় চালুর লক্ষ্যে গত কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সম্প্রতি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় এই রুট পুনরায় চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।