শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদন,শুনানি শিগগিরই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৮:২৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিকিউশনের আবেদন দুই-একদিনের মধ্যে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে।
রোববার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি জানান, গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ওই মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে। এর আগে গত ২৭ নভেম্বর প্রসিকিউশন সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।
সেদিন প্রসিকিউটর তামীম বলেন, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা করে দেখা যায়, একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর লক্ষ্যে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন বিষয়টি চেম্বার জজ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।