রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৫৭
দণ্ডবিধির ১২৪-এ ধারা (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত এই ধারা নাগরিকদের মৌলিক অধিকার, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশ করা নাগরিকের সাংবিধানিক অধিকার, যা কোনোভাবেই রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হতে পারে না।
আবেদনে আরও উল্লেখ করা হয়, দণ্ডবিধির ১২৪-এ ধারা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রণীত একটি আইন, যা তৎকালীন সময়ে স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে ব্যবহৃত হতো। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে এই ধারাটি অসামঞ্জস্যপূর্ণ বলেও রিটে দাবি করা হয়েছে।
রিটে বলা হয়, রাষ্ট্রদ্রোহের এই ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এ কারণে দণ্ডবিধির ১২৪-এ ধারাকে কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারির আরজি জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।