ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে: ড. ইউনূস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৮
জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ সরকার পুরোপুরি প্রস্তুত এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে। এটি ভবিষ্যতের সব নির্বাচনের জন্য মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।
তিনি এই মন্তব্য করেন যখন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন, শ্রম আইন সংস্কার, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকট এবং ৭৫ দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, নির্বাচনটি উৎসবমুখর হবে এবং ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য একটি মানদণ্ড তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা বিপুলসংখ্যক পর্যবেক্ষক পাঠাবে।
রোহিঙ্গা শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশকে আসিয়ান সদস্যপদ ও সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগেও গুরুত্ব দিয়েছেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যাঁরাই বিজয়ী হবেন, তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং নতুন শ্রম আইন প্রণয়নের প্রশংসা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।