শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

যশোরে চার আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে একটি আসনে দল জোটের শরিককে ছাড়িয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মফিকুল হাসান তৃপ্তির বদলে মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবকে ‘মূল প্রার্থী’ রেখে ‘ব্যাকআপ’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজীকে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে বাদ দিয়ে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন আজাদ।

শুধু যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরাই চূড়ান্তভাবে প্রার্থী হয়েছেন।

প্রার্থী পরিবর্তনের ফলে কিছু সমর্থকের মধ্যে হতাশার সৃষ্টি হলেও নতুন প্রার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে জনসংযোগ শুরু করেছেন। মফিকুল হাসান তৃপ্তি জানিয়েছেন, সমর্থকদের শান্ত থাকতে বলেছেন এবং পরবর্তী ব্যবস্থা দলীয় আলোচনার পর নেওয়া হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দলের সিদ্ধান্ত মান্য করা সবাইকে বাধ্য, এবং ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top