ঋণখেলাপি তালিকা থেকে বাদ মান্নার নাম,বাধা নেই নির্বাচনে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে বগুড়া থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও নিশ্চিত করেছেন আদালত।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আইনজীবীদের মতে, বগুড়া থেকে জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণের ওপর আর কোনো বাধা রইল না।
এর আগে মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপির তালিকা থেকে নাম প্রত্যাহার এবং সিআইবি স্থগিত করার জন্য হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট রিট খারিজ করে। পরে তিনি চেম্বার জজ আদালতে আপিল করেন। গত রোববার (২৮ ডিসেম্বর) তার আপিল শুনানি অনুষ্ঠিত হলেও বিচারক কোনো সিদ্ধান্ত দেননি এবং পরবর্তী শুনানির জন্য সোমবার (২৯ ডিসেম্বর) দিন ধার্য করেন।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের খেলাপি ঋণ পরিশোধের জন্য গত ১০ ডিসেম্বর ‘কলব্যাক নোটিশ’ পাঠায়। ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকার এই ঋণের জন্য নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। আফাকু কোল্ড স্টোরেজের ৫০ শতাংশ অংশীদার মাহমুদুর রহমান মান্না, ২৫ শতাংশ অংশীদার এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরী এবং বাকি ২৫ শতাংশ অংশীদার তার স্ত্রী ইসমত আরা লাইজু।
নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না হওয়ায় মাহমুদুর রহমান মান্না আদালতে নাম বাদ দেওয়ার আবেদন করেন, যা চেম্বার আদালতের সদয় সিদ্ধান্তে মঞ্জুর হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।