শবনম বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:১৯
অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে বিশ্বস্ত সূত্রের খবর, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।
শবনম বুবলী চলচ্চিত্রে ‘বসগিরি’ দিয়ে অভিনয় শুরু করেন এবং দুই ডজনের মতো সিনেমায় কাজ করেছেন। বর্তমানে তিনি ফটোশুট, শোরুম উদ্বোধনসহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকা অনলাইনে শাবক খান ও বুবলীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা প্রকাশ করে। বিশেষ করে সামাজিক মাধ্যমে বুবলীর ‘বেবি বাম্প’-এর ছবি ভাইরাল হওয়ার পর গুঞ্জন ছড়ায় যে, তিনি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন।
এর আগে ২০২০ সালে বুবলী প্রথমবার মা হন। তার সন্তান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসে দুই বছর পর। বুবলী জানান, তার এবং শাকিব খানের সন্তান বীরের বাবা-মা তারা দুজনই। তিনি সম্প্রতি ফিল্ম রিলেটেড কোর্সের জন্য নিউইয়র্কে গিয়েছিলেন এবং সেখানে “অ্যাক্টিং ফর ফিল্ম” ওয়ার্কশপ করেছেন।
বুবলী গুঞ্জন নিয়ে বলেন, “আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা কথা হয়েছে। ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক আমি চাই না। সবকিছু সময়ের সঙ্গে পরিষ্কার হয়ে যায়।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।