এনসিপি জোটের অংশ হবেন না মাহফুজ আলম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচনী সমঝোতার প্রস্তাবের পর মাহফুজ আলম স্পষ্ট করেছেন, তিনি এই জোটের কোনো অংশ হবেন না।
রোববার রাতে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে মাহফুজ আলম জানান, যদিও তাঁকে প্রার্থী হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি নিজের দীর্ঘদিনের অবস্থান ও নীতিকে অটল রাখার জন্য এনসিপির সঙ্গে যুক্ত হবেন না।
মাহফুজ আলম বলেন, “নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি তাদের পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা করেছি। তবে বর্তমান বাস্তবতায় এই সম্পর্ক আর থাকছে না।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। তবে ঢাকার কোনো আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার দীর্ঘদিনের অবস্থান ধরে রাখা গুরুত্বপূর্ণ।”
মাহফুজ আলম বলেন, “বর্তমান সময়ে কোনো পক্ষের সঙ্গে না থেকে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকা শ্রেয়। বরং আমি গত দেড় বছরে যা বলেছি, তা অব্যাহত রাখব এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে আমার অবস্থান বজায় রাখব।”
তিনি আশা প্রকাশ করেছেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ/জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। মাহফুজ আলমের মতে, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বাস্তব দাবি হিসেবে তা বাস্তবায়নযোগ্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।