বিএনপি প্রার্থী মো. আমান উল্লাহ আমান মনোনয়নপত্র জমা দিলেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য মো. আমান উল্লাহ আমান সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

আমান উল্লাহ আমান বলেন, “দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি কেরানীগঞ্জের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতে তাদের সমর্থনে চারবার জাতীয় সংসদে জয়ী হয়েছেন এবং এবারও জনগণের আস্থা প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, ঢাকা-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে অতীতেও কাজ করেছেন এবং আগামীদিনেও জনগণের পাশে থেকে কাজ করতে চান।

মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা ও কর্মী। স্থানীয় বিএনপি নেতারা বলেন, “আমান উল্লাহ আমান কেরানীগঞ্জের মানুষের সুখ-দুঃখের পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে ঢাকা-২ আসনে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top