সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক

হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার দাবি বিভ্রান্তিকর: ফ্যাক্টচেক

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১৫:২৭

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা হয়েছে—এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবি সঠিক নয় এবং পুরোপুরি বিভ্রান্তিকর।

অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ফেসবুক পেজে শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ১৪ মিনিটে প্রকাশিত ‘জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা’ শিরোনামের একটি পোস্ট শনাক্ত করা হয়। পোস্টটির মন্তব্যের ঘরে সংযুক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হন। একই ঘটনার বিষয়ে দেশের একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে একই তথ্য উঠে এসেছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়, চট্টগ্রামের চন্দনাইশে যিনি হামলার শিকার হয়েছেন, তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক নন। বরং তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত ভিন্ন একজন ব্যক্তি, যাঁর নামও হাসনাত আব্দুল্লাহ।

এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার (১৭ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন। এ সময় আপিল শুনানিকালে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মধ্যে সামান্য হট্টগোলের ঘটনা ঘটলেও কোনো হাতাহাতি বা হামলার ঘটনা ঘটেনি।

অতএব, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সম্প্রতি কোনো সশস্ত্র হামলা হয়নি—এটি নিশ্চিতভাবে বলা যায়। চট্টগ্রামের চন্দনাইশে সংঘটিত একটি পৃথক ঘটনার সঙ্গে একই নামের ভিন্ন ব্যক্তিকে জড়িয়ে এনসিপি নেতার ওপর হামলার দাবি ছড়ানো হয়েছে, যা স্পষ্টতই ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য।

সূত্র: রিউমর স্ক্যানার বাংলাদেশ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top