দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের স্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৭:২৯
দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে বক্তব্যে ডা. আমেনা বেগম বলেন, “যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা কেবল দেশপ্রেমিক শক্তির মাধ্যমেই সম্ভব।
সমাবেশে জামায়াতে ইসলামীর নারী নেত্রী ও বিপুলসংখ্যক নারী কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।