22754

12/03/2023 রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবককে কুপিয়ে খুন

রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবককে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৮

কক্সবাজারের উখিয়ায় মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।

১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আজ ভোরে রোহিঙ্গা দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে খুন করেছে। এ হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুই দিনে তিনজনকে কুপিয়ে খুন করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশক : মোহাম্মদ শামীম
যোগাযোগ: বাড়ি-৫৪৮, রোড-১৩, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬
ফোন: ০২ ৮৪১৮০৭৬
ইমেইল: [email protected]