5300

05/29/2023 হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

হিলি স্থলবন্দর থেকে

১০ মার্চ ২০২১ ১২:৪৫

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনু প্রবেশের সময় রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি । বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের সুবেদার সোলাইমান আলী।

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
হিলি সিপি ক্যাম্পের সুবেদার সোলাইমান আলী জানান যায়, আটককৃত রবিউল আলী গত ৫দিন পূর্বে উপজেলার চুড়িপট্রি খেলার বড় মাঠ এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে।

আজ বুধবার (১০ মার্চ) সকালে সিপি ক্যাম্পের কর্তব্যরত নায়েক সুবেদার টিটুর নেতৃত্বে সৈনিক সাইফুল ইসলাম তাকে আটক করেন। আটককৃত যুবক হাকিমপুর উপজেলার বালুচর এলাকার হাসান আলীর ছেলে।

এনএফ৭১/আরএইচ/২০২১

সম্পাদক : আবু জাফর সুর্য
যোগাযোগ: বাড়ি-৫৪৮, রোড-১৩, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬
ফোন: ০২ ৮৪১৮০৭৬
ইমেইল: newsflash71info@gmail.com