তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউট্যাব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৮:১৮

সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে তারা বিশ্বাস করেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব হবে।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে দলটি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত হয়েছে। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও দেশপ্রেম দলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউট্যাব নেতারা উল্লেখ করেছেন, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনে তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা পালন করছে।

শেষে ইউট্যাব নেতৃবৃন্দ তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top