বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

মধ্যরাতে বন্ধ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ কয়েকটি ওয়ার্ডে সাময়িকভাবে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেবা কার্যক্রম পুনরায় চালু হয়।

রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মেডিসিন ভবনের সাততলায় নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হামলায় আহত হন ইন্টার্ন চিকিৎসক ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈম। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসক ডা. সাকিব আহমেদ বলেন, “আমি রোগী দেখে বের হওয়ার সময় ভিড় ঠেলে সামলানোর মধ্যেই আমার ওপর হামলা করা হয়।”

ঘটনার পর হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে হাসপাতালের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “হামলায় জড়িত দুজনকে আটক করে শাহবাগ থানায় রাখা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top