বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীর কারাদন্ড

দিনাজপুর থেকে | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২২, ১০:৪০

পার্বতীপুরে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীর কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুরে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে।

জানা যায়, শনিবার গভীর রাতে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করাকালে পার্বতীপুর জিআরপি থানার এস,আই দেওয়ান মোঃ জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের গুলপাড়া মহল্লা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী সুলতানা বেগম (৩৫) কে হাতে নাতে গ্রেফতার করে। সে গুলপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের স্ত্রী।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা সহকারি কমিশনা (ভূমি) প্রীতম সাহা ধৃত আসামীকে এক বছর ১১ মাস ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন।

রোববার (৭ আগস্ট) সকালে দন্ডপ্রাপ্ত আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top