বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কনেকে বরের গাড়িতে তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৬

শাকিল খান | প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৮:০৬

ছবি: সংগৃহীত

ভোলায় বিয়ে শেষে কনের দুলাভাইয়ের অনুমতি না নিয়ে নববধূকে গাড়িতে তোলাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাখিরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৫টার দিকে বরের দুলাভাই বাচ্চু মিয়া কনেকে বরের মাইক্রোবাসে তুলে দেন। এ সময় কনের মামাতো বোনের স্বামী মো. কামাল হোসেন বিনা অনুমতিতে কনেকে মাইক্রোবাসে ওঠানো নিয়ে ক্ষিপ্ত হন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জাগো নিউজকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয়পক্ষের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top