বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০৩:৫১

শিবগঞ্জে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুইটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) বেলা বারোটায় রাস্তার কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।

রাস্তা দুটির মধ্যে প্রথমে ৫ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে শিবগঞ্জ জিসি হতে খাসের হাট জিসি ভায়া মনাকষা হাট পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়।

পরে আটরশিয়া হাট হতে জগন্নাথপুর ফিল্ডের হাট ভায়া দোভাগী হাট ও বোগলাউরি ঘাট পর্যন্ত রাস্তার দুই কিলোমিটার রাস্তার মেরামত কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রাস্তা দুটিই প্রায় ১৫ বছর থেকেই বেহাল অবস্থায় ছিলও। রাস্তা দুটি মেরামতে পাঁচটি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top