মহাসড়ক অবরোধে অচল ২১ জেলা
ফরিদপুরে টানা তৃতীয় দিনের আন্দোলন
ফরিদপুর প্রতিনিধি | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ অবরোধে ফরিদপুর-বরিশাল, মাদারীপুর-ভাঙ্গা-ঢাকা ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টা থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, আলগী ইউনিয়নের সুয়াদি, পুখুরিয়া, নওয়াপাড়া ও হামিরদী এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও সড়কে বসে তারা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। ফলে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। তাদের দাবি, “ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই”— এই অবস্থান থেকে তারা একচুলও সরবেন না।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা চত্বরে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, আন্দোলনকারীদের অবরোধ তৃতীয় দিনের মতো চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি এতদিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। অন্যদিকে ফরিদপুর-২ আসন গঠিত ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। তবে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে দেশের ৪৬টি আসনের সীমানা পরিবর্তনের মধ্যে ফরিদপুরের দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। সেই গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।